পাথর বোঝাই ট্রাক রাস্তার মাঝে বিকল

বুধবার :: ১৮.০৪.২০১৮

সীমান্ত এলাকায় পোর্ট থাকায় চাঁপাইনবাবঞ্জের ওপর দিয়ে প্রায় প্রতিনিয়ত মালামাল নিয়ে শতশত ট্রাক চলাচল করছে। পণ্যের অতিরিক্ত ওজন নিয়ে চলাচলের কারণে ঘটছে অহরহ দুর্ঘটনা। মূল রাস্তায় বিকল হয়ে পড়ছে যানবাহন। যার ফলে সৃষ্টি হচ্ছে যানজট। এর ফলে ক্ষতি হচ্ছে রাস্তার। চাঁপাইনবাবগঞ্জের চৌধুরীর মোড়ে আজ দুপুরে পাথর বোঝাই একটি ট্রাকের চাকা খুলে গেলে রাস্তার মধ্যে আটকে যায়। কিছুক্ষণের জন্য সৃষ্টি হয় যানজটের। পরবর্তীতে উদ্ধার কাজ শুরু হয়। এ ঘটনায় কেউ হতাহত হয় নি। রাস্তা ফাঁকা থাকায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে মানুষ।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …