মঙ্গলবার ঃঃ ১০.০১.২০১৭
নতুন পাঠ্যবইয়ে ভুলের জন্য দায়ীদের কাওকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রাথমিক ও মাধ্যমিকের বিভিন্ন বইয়ে ভুলের কারণে সমালোচনার মধ্যে আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। শিক্ষামন্ত্রী বলেন, ভুল-ত্রুটির বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি একটি কমিটি করেছে। কেন হলো, কারা দায়ী তা বের করা হবে। প্রাথমিকভাবে দুজনকে চিহ্নিত করে ওএসডি করা হয়েছে বলে জানায় শিক্ষামন্ত্রী। এছাড়াও তদন্ত প্রতিবেদনের আলোকে দায়ী সবার বিরুদ্ধে পরিপূর্ণ শাস্তির দিকে যাওয়া হবে বলে জানান তিনি।