শুক্রবার ঃঃ ১০.০২.২০১৭
বাংলাদেশ পাটের তিনটি জেনোমেরই স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। কৃষিক্ষেত্রে সরকারের গৃহীত বিভিন্ন পদেক্ষপ তুলে ধরে তিনি বলেন, পাটের গবেষণায় উৎসাহ দেওয়া হয়েছে এবং এটি করেছেন প্রধানমন্ত্রী নিজে। এর ফলে পাটে যুগান্তকারী সাফল্য উন্মোচিত হয়েছে। গতকাল জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।