৩০.০১.২০২০। বৃহস্পতিবার।
শ্রীলঙ্কার পর পাকিস্তান সফর করে এসেছে বাংলাদেশ। দুদেশের ক্রিকেটারদের রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা দিয়ে ক্রিকেট দুনিয়াকে অবাক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাই এবার দেশটিতে সফরে যেতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। সংক্ষিপ্ত সফরে পাকিন্তানে যাওয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা করছে প্রোটিয়ারা। সফরে তিনটি টি-টোয়েন্টি খেলতে চায় দক্ষিণ আফ্রিকা। এবং সেটা হতে পারে মার্চের শেষ দিকে। ভারতের মাটিতে ১৮ মার্চ ওয়ানডে সিরিজ শেষ করেই পাকিস্তান যেতে চায় আফ্রিকান দলটি।