
পাকিস্তানে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১৫ নভেম্বর) ভোর ৫ টা ৩৫ মিনিটে দেশটির আফগান সীমান্তবর্তী এলাকায় এই কম্পন অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৩৫.৯৬ ডিগ্রি অক্ষাংশ এবং ৭১.৫৮ ডিগ্রি দ্রাঘিমাংশে, যা আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছাকাছি একটি অঞ্চলকে নির্দেশ করে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৮ কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে ৫ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। বুধবার আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে আঘাত আনা এই ভূমিকম্পের গভীরতা রেকর্ড করা হয়েছে ১০৯ কিলোমিটার। কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) আরও জানিয়েছে, বুধবার সকালে ইন্দোনেশিয়ার বান্দা সাগর অঞ্চলেও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ৫ দশমিক শূন্য মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র ছিল তুয়াল থেকে প্রায় ৩১০ কিলোমিটার পশ্চিমে। কম্পনটি প্রায় ১০ কিলোমিটার গভীরতায় ঘটেছিল। এতে দক্ষিণ মালুকু প্রদেশের বেশিরভাগ অংশ জুড়ে হালকা কম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। জিএফজেড বলছে, বান্দা সাগরে আঘাত হানা আজকের ভূমিকম্পটি সম্ভবত এ অঞ্চলে গত ৮ নভেম্বর ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের একটি আফটারশক। চলতি মাসের শুরুর দিকে নেপালে একটি ৬.৪ মাত্রার এক বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানে, যার ফলে ১৫৩ জনের প্রাণহানি এবং ১৬০ জন আহত হয়। গত মাসে প্রতিবেশী আফগানিস্তানেও একের পর এক প্রচণ্ড ভূমিকম্প হয়েছে, এতে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়। দেশটিতে এক সপ্তাহের মধ্যে তিনটি বড় ভূমিকম্পের ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠেছিল শ্রীলঙ্কা।