
বাংলাদেশে সফররত পাকিস্তান নারী ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আজ এক অফিসিয়াল বিবৃতিতে এই দল ঘোষণা করে বিসিবি জানায়, ওয়ানডে সিরিজেও দলে ফিরতে পারেননি অলরাউন্ডার সালমা খাতুন। তাকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসেবে। এছাড়াও ১৬ সদস্যের মূল দলে সুলতানা খাতুনকে ফিটনেস সাপেক্ষে বিবেচনা করা হবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর। দুই দিন বিরতি দিয়ে ৭ নভেম্বর হবে দ্বিতীয় ওয়ানডে। ১০ নভেম্বর তৃতীয় ওয়ানডের মধ্য দিয়ে শেষ হবে সিরিজ। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচই শুরু হবে সকাল সাড়ে নয়টায়।