সোমবার::৩০.০১.১৭
সদর উপজেলার পলশা উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও উদ্দীপনা পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জুলফিকার আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাব আলী। এসময় আরো উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বাক্কার, অবসরপ্রাপ্ত শিক্ষক মহসীন আলীসহ অন্যান্যরা। অনুষ্ঠানে ২০১৬ সালে জে.এস.সি ও এস. এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের উদ্দীপনা পুরস্কার প্রদান করা হয়।