বৃহস্পতিবার :: ১৪.০৩.২০১৮
সদর উপজেলার পলশার রসুলপুর মাঠে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্য টি সিক্স মিনি ক্রিকেট টুর্ণামেন্টের ১ম ম্যাচে, টসে জিতে এসএসসি ২০১৮ ব্যাচ ৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করে আরাফাত। ৭২ রানের টার্গেটে পলশা রসুলপুর যুব দল ৩ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৩০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ১২ রান করে শাকিব। ৪২ রানে জয় লাভ করে এসএসসি ২০১৮ ব্যাচ।
২য় ম্যাচে এনএসসি দল ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ মোমিন ৩৬ রান করে। ৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বালিয়াডাঙ্গা সিক্স টাইগার সবকটি উইকেট হারিয়ে ৫ ওভারে ৪১ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ নাঈম ১২ রান করে। ৫৬ রানে জয় পাই এনএসসি দল।