শুক্রবার :: ২০.০৪.২০১৮
অ্যাটলেটিকো মাদ্রিদকে একটা ধন্যবাদ দিতেই পারে বার্সেলোনা! ভাবছেন কেন? লা লিগা শিরোপা নিশ্চিত করতে বার্সেলোনার দরকার ছিল ৬ পয়েন্ট। মানে দুই জয়। কিন্তু কাল রিয়াদ সোসিয়েদাদের মাঠে অ্যাটলেটিকোর ৩-০ গোলে হারের পর বার্সার দরকার এখন আর ৩ পয়েন্ট। নিজেদের পরের ম্যাচে ২৯ এপ্রিল দেপোর্তিভো লা করুনার মাঠে খেলতে যাবে বার্সেলোনা। জিতলেই চার ম্যাচ হাতে রেখে নিশ্চিত হয়ে যাবে লিগ শিরোপা। বার্সা সমর্থকরা এখন উৎসবে মেতে ওঠার অপেক্ষায়। ৩৩ ম্যাচে বার্সেলোনার ৮৩ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সার থেকে পিছিয়ে ১২ পয়েন্ট। ৬৮ পয়েন্ট নিয়ে তিনে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। লিগের বাকি আর পাঁচ ম্যাচ।