পরীমণির ছেলের নাম রাজ্যর পরিবর্তে ‘পদ্ম’?

তারকা দম্পতি পরী-রাজের সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভালো যাচ্ছে না। কয়েক মাস হলো তারা একসঙ্গে থাকছেন না। দুজনেই বিচ্ছেদের পথে হাঁটছেন বলে জানিয়েছেন। তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। আর মাত্র দুদিন পর ১ বছর পূর্ণ করবে রাজ্য। ঠিক এর মধ্যেই আভাস পাওয়া যাচ্ছে রাজ্যের নাম পরিবর্তনের।  চলচ্চিত্র প্রযোজক আব্দুল আজিজ রাজ্যর সঙ্গে ছবি ফেসবুকে আপলোড করেছেন। ক্যাপশনে লিখেছেন, আমার কোলের পদ্মফুলের সমস্ত মনোযোগ মাইলের (পোষ্য) দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্মফুলের নাম কী? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি- মাশাআল্লাহ। এমন ক্যাপশনের নিচে মন্তব্যের ঘরে পরীমণি লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ পদ্ম’।  পরীর এমন মন্তব্যে অনেকেই লাভ ইমোজি দিয়েছেন। তিন্নি আফসানা নামে একজন লিখেছেন, ‘সো কিউট। ঠিক বলছো পদ্ম ঠিক আছে রাজ্য থেকে।’ নাম পরিবর্তনের বিষয় পরীমণির কাছে জানতে চাইলে বিষয়টি নিয়ে কথা বলেননি এই নায়িকা। আগামী ১০ আগস্ট এক বছর পূর্ণ হবে পরী-পুত্রের। বেশ ঘটা করে ছেলের জন্মদিন পালন করবেন বলে জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top