রবিবার:: ২৭.০৮.২০১৭
ভারতের পরীক্ষাগারে পণ্যের মান পরীক্ষা ছাড়াই রপ্তানি হবে বাংলাদেশি ৩৬ ধরনের পণ্য। ইতিমধ্যে ২১ ধরনের রপ্তানি পণ্যের ক্ষেত্রে আগেই নোটিফিকেশন জারি করে ভারত। এবার নতুন করে আরো ১৫ পণ্যের ক্ষেত্রে নোটিফিকেশন শিগগিরই জারি করবে সংস্থাটি। তবে রপ্তানি করার জন্য দেশের মান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস্ অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের অনুমোদিত হতে হবে। গত ২৩ ও ২৪ আগস্ট দু’দিন ব্যাপী বাংলাদেশ-ভারত ১১তম জয়েন্ট গ্রুপ অব কাস্টমসের সভায় ওই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।