পরিসংখ্যানে বাংলাদেশ-অস্ট্রেলিয়া মহারণ

বিশ্বকাপে আজ নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের পাওয়ার কিছু নেই। শেষটা জয় দিয়ে রাঙিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়াই বাংলাদেশের মূল লক্ষ্য। ওইদিকে অস্ট্রেলিয়াও নিজেদের আরেকটু ঝালাই করে নেওয়ার লড়াইয়ে নামবে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বেলা ১১টায় ম্যাচটি শুরু হবে। আসরে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলেও এরপর টানা ছয় ম্যাচ পরাজয়ের বৃত্তে বন্দি হয়ে থাকে বাংলাদেশ। একের পর এক হারে বিশ্বকাপে সেমির আগেই বিদায় নিশ্চিত হলেও পাকিস্তানে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা এখনও বাঁচিয়ে রেখেছে সাকিব আল হাসানের দল। আজ নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেই আসরটিতে খেলার টিকিট নিশ্চিত করবে টিম টাইগার্স। হারলেও সুযোগ থাকবে, তবে হারের ব্যবধানটা হতে হবে অল্প ব্যবধানে। এমন বাস্তবতায় শেষ ম্যাচের আগে দেখে নেয়া যাক পরিসংখ্যানে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মুখোমুখি পরিসংখ্যানের দিকে তাকালে বেশ এগিয়ে প্যাট কামিন্সের দল। ২১ ওয়ানডেতে অজিদের ১৯ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে, ফলাফল হয়নি এক ম্যাচে। ২০০৫ সালে কার্ডিফে একমাত্র জয়ের স্মৃতি নিয়ে মাঠে নামবে লাল-সবুজের দল। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সাক্ষাৎ হয়েছে তিনবার। দুই দলের তিন দেখায় ওয়েস্ট ইন্ডিজে হওয়া ২০০৭ বিশ্বকাপে ১০ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ১৯৯৯ সালে ৭ উইকেট ও ২০১৯ সালে ৪৮ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। ২০১৫ আসরের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top