মঙ্গলবার ২৮.০২.২০১৭
সারাদেশে হঠাৎ করে পরিবহণ ধর্মঘট শুরু হওয়ার ফলে সোনামসজিদ স্থলবন্দরের পানামা ইয়ার্ডের ভেতরে ভারত থেকে আমদানিকৃত পণ্যভর্তি ভারতীয় ট্রাক ও কিছু বাংলাদেশি পণ্যভর্তি ট্রাক আটকা পড়েছে। পানামা ও স্থানীয় সূত্রে জানাগেছে, স্থল বন্দর খোলা রয়েছে, ভারত থেকে আমদানি অব্যাহত থাকলেও বাংলাদেশের ট্রাকের অভাবে দেশের অভ্যন্তরের এসব পণ্য প্রবেশ করতে পারছে না। অন্যদিকে, সোনামসজিদ ট্রাক পার্কিং কেন্দ্রে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে বলে জানা যায়।