সোমবার :: ১১.০৯.২০১৭
পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে সই করবে বাংলাদেশ। এজন্য জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন চলাকালীন ‘ট্রিটি অন দ্য প্রহিবিশন অব নিউক্লিয়ার ওয়েপনস’ স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে বলেন, পরমাণু অস্ত্র নিষিদ্ধ করার চুক্তিতে ১২২টি দেশ সমর্থন জানিয়েছে। আমাদের দেশও এর মধ্যে আছে। এই চুক্তি স্বাক্ষরের জন্য মন্ত্রিসভার অনুমোদনের প্রয়োজন রয়েছে। আগামী ৭২তম অধিবেশনে প্রধানমন্ত্রী এটি স্বাক্ষর করবেন।