শুক্রবারঃঃ ১২.০৫.২০১৭
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইতোমধ্যে পদ্মা বহুমূখী সেতু প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৪৩ শতাংশ। অল্প কিছুদিনের মধ্যেই সেতুর পিলারের উপর স্প্যান বসানোর কাজ শুরু হবে। আজ দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছির পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১ এর সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, পদ্মা সেতু প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম সাহসিকতার ফসল। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করে বিশ্ববাসীর কাছে তিনি বাঙালি জাতিকে সম্মানিত করেছেন। যথাসময়ে পদ্মা সেতু প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।