বুধবার:: ১৬.০৮.২০১৭
চাঁপাইনবাবগঞ্জের পদ্মার চেয়ে মহানন্দায় দ্রুত বাড়ছে পানি। গত ২৪ ঘন্টায় পদ্মায় ৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেলেও মহানন্দায় বেড়েছে ২০ সেন্টিমিটার। বর্তমানে এই দুই নদীর পানি বিপদসীমার প্রায় ১ মিটার নিচে অবস্থান করছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম আজ বিকেলে জানান, আজ ভোর ৬টায় রেকর্ড অনুযায়ি পদ্মায় ৭ সেন্টিমিটার পানি পাড়লেও মহানন্দায় পানি বেড়েছে ২০ সেন্টিমিটার। মহানন্দায় বিপদসীমা ধরা হয় ২১ মিটার। বর্তমানে বিপদসীমার ১ সেন্টিমিটার নিচে পানি অবস্থান করছে। অন্যদিকে, পদ্মায় বিপদসীমা ধরা ২২.৫ সেন্টিমিটার, বর্তমানে এ নদীর পানির অবস্থান ২১.৬ সেন্টিমিটারে অবস্থান করছে। তিনি আরো জানান, আগামী ১৯ তারিখ পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাববে, তবে আশাকরি এরপর থেকে পানি কমতে থাকবে।