শুক্রবার :: ২০.০৪.২০১৮
সদর উপজেলার হাকিমপুর বিওপির পার্শ্ববর্তী পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হচ্ছে। সদর উপজেলার চর আলাতুলী ইউনিয়নের রানীনগর গ্রামের মৃত দাউদ আলীর ছেলে আকবর আলী। স্থানীয় ও পুলিশের ধারণা জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে কেউ আকবর আলীকে হত্যার পর লাশ নদীতে ফেলে চলে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সদর থানা পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে আকবর আলীর লাশ উদ্বার করে। এব্যাপারে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত ইদ্রিস আলী জানান, নিহত আকবর আলীর ছেলে শফিকুল ইসলামের অভিযোগের ভিত্তিতে আজ বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে আকবর আলীর গলিত লাশ উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় নিহত আকবর আলী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।