বৃহস্পতিবার ঃঃ ১২.০১.২০১৭
চাঁপাইনবাবগঞ্জে আজ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের নয়ানগরে জেলা কৃষি অফিসের উদ্যোগে, কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুল হুদা। স্থানীয় কৃষক সাইফুল ইসলামের সভাপতিত্বে, আয়োজিত কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, জেলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামস ই তাবরিজ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজ, মাল্টা চাষী রবিউল ইসলাম, সাংবাদিক. তসলিম উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা নওয়াব আলী, আব্দুল মতিনসহ অন্যান্যরা।