শুক্রবার::০১/০৯/২০১৭
নিজ জেলা নড়াইলে ঈদ উদযাপন করবেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পবিত্র ঈদ উল আযহা উদযাপনের জন্য গতকাল দুপুরে স্ত্রী-সন্তান নিয়ে নড়াইল পৌছান তিনি। মাশরাফির পরিবার সূত্রে জানা যায়, তার সঙ্গে রয়েছেন স্ত্রী সুমনা হক সুমি, মেয়ে হোমায়রা ও ছেলে সাহেল। বাসায় পৌঁছে মায়ের সাথে দেখা করে কিছুক্ষণ পরই মামা বাড়িতে চলে যান তিনি। মামা-মামীসহ বাড়ির আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তিনি। আগামীকাল সকাল সাড়ে ৭টায় নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন তিনি। এদিকে মাশরাফি বাড়িতে আসার সংবাদ ছড়িয়ে পড়লে ভক্তরা বাড়ির সামনে ভিড় করতে শুরু করেছেন।