ন্যাশনাল ব্যাংকে টাকা জমা দিতে এসে ১০ লাখ টাকা খুইয়েছেন এক ব্যক্তি।

রবিবার ঃঃ ১৬.০৪.২০১৭
চাঁপাইনবাবগঞ্জের ন্যাশনাল ব্যাংকে টাকা জমা দিতে এসে আজ দুপুরে অভিনব কায়দায় ১০ লাখ টাকা খুইয়েছন বৃটিশ আমেরিকান টোবাকো কোম্পানীর স্থানীয় পরিবেশক হক এন্ড কোম্পানীর প্রতিনিধি। বৃট্রিশ আমেরিকান টোব্যাকোর চাঁপাইনবাবগঞ্জের পরিবেশক হক এন্ড কোম্পানীর পরিচালক নাজিবুর রহমান জানান, দুপুরে শহরের পুরাতন বাজারে অবস্থিত ন্যাশনাল ব্যাংকে কোম্পানীর ২৫ লাখ টাকা জমা দিতে যান তাঁর ম্যানেজার রেজওয়ান আলী। পৌনে একটার দিকে ক্যাশ কাউন্টারের সামনে টাকা জমা দেবার স্লীপ লেখার সময় প্রতারক চক্রের এক সদস্য পাশ থেকে বলেন, ‘আপনাদের কিছু টাকা মেঝেতে পড়ে গেছে’। এসময় রেজওয়ান আলী মেঝের দিকে তাকালে প্রতারক চক্রটি ১০ লাখ টাকার একটি বান্ডিল নিয়ে ব্যাং থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে তিন চারজনকে সনাক্ত করা গেলেও তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় হক এন্ড কোম্পানীর পরিচালক নাজিবুর রহমান সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ব্যাংকের শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই সদর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ব্যাংক থেকে প্রয়োজনীয় তথ্য ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে যান। ব্যাংকের পক্ষ থেকেও পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি। সদর থানার ওসি সাবের রেজা আহমেদ জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …