নোয়াখালিতে ইয়ুথ ক্যাম্পে যোগ দিতে ভারতীয় বাই সাইকেল র‌্যালিটি চাঁপাইনবাবগঞ্জে

বাংলাদেশের নোয়াখালিতে গান্ধি আশ্রম ট্রাস্টে অনুষ্ঠিতব্য ইয়ুথ ক্যাম্প-২০২৩ ও মহাত্মা গান্ধির ১৫৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ভারত থেকে ৫২ সদস্যের একটি প্রতিনিধি দল বাই সাইকেল র‌্যালি করে বাংলাদেশে এসেছেন। শুক্রবার দুপুরে বাই সাইকেল র‌্যালিটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
র‌্যালিটি সোনামসজিদে পৌঁছালে র‌্যালিতে অংশগ্রহণকারীদের ফুলেল সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা দেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও নায়াখালির গান্ধী আশ্রমের প্রধান মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাশসহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন। বাইসাইকেল র‌্যালিতে অংশগ্রহণকারীরা সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে সোনামসজিদ প্রাঙ্গণে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর র‌্যালিটি ভারতের আহমেদনগর থেকে শুরু হয়। র‌্যালিটি আগামী ২৮ সেপ্টেম্বর নোয়াখালি পৌঁছাবে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত এই তথ্য নিশ্চিত করে বলেন-নোয়াখালিতে গান্ধি আশ্রমে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ‘কানেকটিং ইয়ুথস ফর পিস অ্যান্ড হারমনি’ শীর্ষক ইন্টারন্যাশনাল ইয়ুথ ক্যাম্প অনুষ্ঠিত হবে। ওই ক্যাম্পে যোগ দিতে ৫২ জনের একটি দল বাই সাইকেল যোগে ভারতের মহারাষ্ট্র থেকে বাংলাদেশে আসে। তারা শুক্রবার দুপুরে আসার পর কল্যাণপুর হর্টিকালচার সেন্টারে রাত্রি যাপন করবেন এবং আগামীকাল (আজ) শনিবার সকালে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top