নেপালে বিমান দূর্ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের জানাযা অনুষ্ঠিত

শুক্রবার :: ২৩.০৩.২০১৮
১২ মার্চ নেপালে বিমান দূর্ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের নামাজের জানাযা আজ সকালে তার গ্রামের বাড়ি গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের বেগুনবাড়ী গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, উপজেলা নির্বহী কর্মকর্তা শিহাব রায়হান, ওসি শেখ শাহীন কামাল, স্বজনসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ। উল্লেখ্য, সকাল ৭টায় তার লাশ ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে পৌঁছে। এ সময় তার স্বজন ও শুভাকাঙ্খীদের আহাজারীতে বাতাস ভারী হয়ে যায়। সকাল ১০টায় গোমস্তাপুর থানা পুলিশ গার্ড অব অনার প্রদান করেন। নিহত নজরুল অবসরপ্রাপ্ত রাজশাহী শিল্প ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রী রাজশাহী মহিলা কলেজের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক ছিলেন। তাদের ২টি কন্যা সন্তান রয়েছে। বর্তমানে তারা রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় বসবাস করছিলেন। জানাযা শেষে তার লাশ দাফনের জন্য রাজশাহীর উদ্দ্যেশে যাত্রা করে। একই দুর্ঘটনায় নিহত তার স্ত্রী আকতারা বেগমের পাশে রাজশাহীর গৌরহাঙ্গা গোরস্থানে দাফন করা হয় বলে জানা যায়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …