মঙ্গলবার :: ১৩.০৩.২০১৮
কাঠমান্ডুতে ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা বিমানের বিধ্বস্ত হওয়ার ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছে নেপাল। নেপালের মন্ত্রিপরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে, কাঠমান্ডু ট্রিবিউন। গতকাল রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় সিংহ দরবারে এ সভা হয়। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে প্রাক্তন সচিব যজ্ঞ প্রসাদ গৌতমকে। প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের উপস্থিতি হওয়া বৈঠকে নেওয়া এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে আজ সকাল থেকে। নেপালের জনসংখ্যা ও পরিবেশবিষয়ক মন্ত্রী লালবাবু প-িত জানিয়েছেন, মন্ত্রিসভার পক্ষ থেকে তদন্ত কমিশনকে যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।