শনিবার :: ১৮.০১.২০২০।
নেপালের উত্তর-পশ্চিমে হিমালয় পর্বতে যাওয়ার পথে তুষারধসে সাত পর্বতারোহী নিখোঁজ হয়েছে। ব্যাপক তুষারপাতের পর গতকাল অন্নপূর্ণার কাছে একটি বেজক্যাম্পে এ তুষারধসের ঘটনা ঘটে। নিখোঁজ পর্বতারোহীদের মধ্যে চার জন দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং তিন জন নেপালি গাইড। ১০ হাজার ৬০০ ফুট উঁচুতে এই তুষারধসের ঘটনা ঘটে। তুষারধসের এলাকা থেকে বেশ কয়েক জন পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় এখনো উদ্ধার তৎপরতা চলছে। তবে বাজে আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যহত হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, অন্নপূর্ণা পর্বতে উদ্ধার কার্যক্রমে সহযোগিতার জন্য চারটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।