
এবার পর পর দুইটি ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে। দেশটির বাঝাং জেলায় আজ বিকেলের দিকে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে রয়টার্স। এরমধ্যে একটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩ এবং অন্যটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। এতে ভারতের রাজধানী দিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে। দিল্লি ছাড়াও উত্তর প্রদেশ ও উত্তরাখা-েও এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।