রবিবার :: ২৫.০৩.২০১৮
নাচোল উপজেলার নেজামপুরে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রবীণ ভাতা প্রদান করা হয়েছে। আজ সকালে নেজামপুর ইউনিয়নের গ্রীণ ভ্যালী একাডেমীতে উপজেলার ৭৫জন প্রবীণের মাঝে ১হাজার ৮’শ টাকা করে প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন, কনিষ্ঠ সহকারী পরিচালক তাকিউর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক বাশার উদ্দিন, প্রবীণ জীবনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির সংগঠক মাইনূল ইসলাম, ২২নং ইউনিটের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী ফসিউল ইসলাম, ইউনিট ম্যানেজার আরিফুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির সংগঠক রাকিবুল ইসলাম, নেজামপুর ইউনিয়নের ৫জন ওয়ার্ড সদস্যসহ অন্যান্যরা। পল্লকর্ম সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ) এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আর্থিক সহযোগিতায় এই কর্মসূচি টি বাস্তাবায়িত হচ্ছে। অনুষ্ঠানে সমৃদ্ধি কর্মসূচির আওতায় সমৃদ্ধি কেন্দ্র ঘরের চেয়ার-টেবিল ও পরিবার ভিত্তিক স্যানিটারী ল্যাট্রিনও বিতরণ করা হয়। এর আওতায় ২৭০টি চেয়ার, ১৮টি টেবিল এবং ১০টি পরিবারের মাঝে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ করা হয়। পর্যায়ক্রমে মাসের মধ্যে আরো ৯০টি পরিবারের মাঝে একটি করে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ করা হবে।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …