রবিবার :: ০৫.১১.২০১৭
প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় প্রবীণদের নিয়ে ইউনিয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নাচোল উপজেলার নেজামপুরে অনুষ্ঠিত সভায় নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপত্বিতে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, আঞ্চলিক ব্যবস্থাপক বাসার উদ্দিন, শাখা ব্যবস্থাপক আরিফুল ইসলাম, প্রবীণ কর্মসূচি সংগঠক মাইনুল ইসলাম, ইউনিয়ন সমন্বয়কারী ফসিউল ইসলাম, পঙ্কজ কুমার পাল, রুহুল ইসলাম, তৌহিদুল ইসলাম, হাবিবুর রহমানসহ অন্যরা। উল্লেখ্য প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই কর্মসূচিটি বাস্তবায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি কাজ করে আসছে। এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮্ এফএম।