নেজামপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- প্রতিপাদ্যে নাচোল উপজেলার নেজামপুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ’র সহযোগিতায় প্রয়াস সমৃদ্ধি কর্মসূচির আওতায় ইউনিট-২২ এ অত্র এলাকার যুবসমাজের অংশগ্রহণে আজ বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করে। এই উপলক্ষে আজ সকালে প্রয়াসের ইউনিট-২২ থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে ইউনিট-২২ এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রয়াসের সমৃদ্ধি কর্মসূচি ফোকাল পার্সন ও কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াসের সহকারি পরিচালক জুলফিকার আলী। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রয়াস হসপিটালের সিনিয়র ব্যবস্থাপক হোসেন আলী, নেজামপুর ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী তৌহিদুল ইসলাম, উন্নয়নে যুব সমাজের সভাপতি ইমাম হোসেন, সহ-সভাপতি সজিব, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সদস্য সুভ আহম্মেদ সহ অন্যরা।
পরে সেখানে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে প্রায় ৫০ জন চক্ষু রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং ৩৯ জন চক্ষুরোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত রোগীদের চলতি মাসের শেষ সপ্তাহে বিনামূল্য ছানী অপারেশন করা হবে। স্বাস্থ্যক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. মো মোস্তাফিজুর রহমান এবং তাকে সহায়তা করেন মো. ইসমাইল হোসেন, আশিক আহম্মেদ ও তাজিবুর ইসলাম। চক্ষুক্যাম্প বাস্তবায়নে সার্বিকভাবে সহায়তা করেন নেজামপুর ইউনিয়নের সমৃদ্ধি টিম। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড়বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮এফএম। উল্লেখ্য গতকাল ১নভেম্বর জাতীয় যুব দিবস পালিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top