রবিবার :: ২৯.১২.২০১৯।
নিরাপত্তার ওপর নির্ভর করবে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর। আজ সচিবালয়ে যুব মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এ কথা জানান। ইউথ ক্যাপিটাল-২০২০ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে আগেও বলেছি, নিরাপত্তা সবার আগে। বিসিবির কাছে জানতে চেয়েছি, ক্রিকেট দল পাঠাবে কি না, অনেক খেলোয়ার সেখানে যেতে অপরাগতা জানাচ্ছেন, পরিবার তাদের পাঠানোর সাহস পাচ্ছে না। তিনি আরো বলেন, ক্রিকেট বোর্ডকে নিয়ে আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে তাদের কাছে এ বিষয়ে জানতে চাইব। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হলেই আমরা খেলোয়াড়দের পাকিস্তান পাঠাব।