সোমবার :: ১৯.০৩.২০১৮
নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। গতকাল রাতে ফাইনাল খেলে আজ সকাল সাড়ে ১১টায় দেশে পৌঁছেছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে দেশে ফিরেননি মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। তারা শ্রীলঙ্কা থেকে যাবেন পাকিস্তানের লাহোরে। যোগ দিবেন পাকিস্তান সুপার লিগের দল কোয়েটা গ্লাডিয়েটর্স ও পেশোয়ার জালমিতে। আগামীকাল প্রথম এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে তামিমদের পেশোয়ার জালমি ও মাহমুদউল্লাহ রিয়াদের কোয়েটা গ্লাডিয়েটর্স। তামিম ও মাহমুদউল্লাহ দারুণ ফর্মে আছেন। কিন্তু আগামীকাল পিএসএল থেকে একটি দলকে বিদায় নিতে হবে। এই ম্যাচে জয়ী দল পরদিন দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হবে। এই ম্যাচে যে দল জিতবে তারা ২৫ মার্চ ফাইনালে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে।