নিদাহাস ট্রফিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে বিদায় করেছে বাংলাদেশ

শনিবার :: ১৭.০৩.২০১৮

শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নিদাহাস ট্রফিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে বিদায় করেছে বাংলাদেশ। অলিখিত সেমিফাইনালে মাহমুদুল্লাহর বীরত্বে ২ উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। ১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তামিমের হাফ-সেঞ্চুরী ও ম্যাচ সেরা মাহমুদুল্লাহর ১৮ বলে ৪৩ রানের অতিমানবীয় ইনিংসে ২ উইকেট আর ১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ। দারুণ এই জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …