নিদাহাস ট্রফিতে খেলা হচ্ছে না সাকিবের

শনিবার :: ০৩.০৩.২০১৮

শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে সাকিব আল হাসানের খেলা নিয়ে ছিল শঙ্কা। সেই শঙ্কাই সত্যি হলো। বাঁ হাতের আঙুলের চোট পুরোপুরি না সারায় সাকিবের নিদাহাস ট্রফিতে খেলা হচ্ছে না। একটা-দুটো ম্যাচ না, পুরো টুর্নামেন্টেই খেলতে পারবেন না সাকিব। আজ দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। সাকিবের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে তার ডেপুটি হিসেবে কেউ থাকবেন কি না, তা জানায়নি বিসিবি। সাকিবের জায়গায় দলে এসেছেন লিটন কুমার দাস। গত ২৬ ফেব্রুয়ারি সাকিবকে অধিনায়ক করে নিদাহাস ট্রফির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …