মঙ্গলবার :: ১৭.০৪.২০১৮
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ ও জ্ঞান ভিত্তিক ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে নিজেদের বিশ্বমানের করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি আজ নির্বাচনী এলাকা পীরগঞ্জের কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় আয়োজিত ‘মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান। স্পিকার বলেন, আধুনিক, বিজ্ঞান মনস্ক ও তথ্য প্রযুক্তি সমৃদ্ধ শিক্ষার্থীরাই ভবিষ্যতে নেতৃত্ব দিবে। এক্ষেত্রে তথ্য প্রযুক্তির সাথে সংযুক্তিই হবে মূল হাতিয়ার। শিক্ষার্থীদের ভাল ফলাফল ও কৃতিত্বের জন্য অভিভাবক এবং শিক্ষদের অবদান অনস্বীকার্য।