নিজেকে আলোকিত করতে পারলে অন্যকে আলোকিত করা যাবে- বলেছেন, কথা সাহিত্যিক সেলিনা হোসেন।

শনিবার ০৪.০৩.২০১৭
বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, নিজেকে যে শিক্ষিত করে, সে অন্যকে শিক্ষিত করে, নিজেকে যে আলোকিত করে গড়ে তোলে, সে অন্যকে আলোকিত করতে পারে,মানবিক মূল্যবোধের জায়গায় যে নিজেকে পরিচর্যা করে, সে মানুষের মর্যাদা বোঝে। শিক্ষা আমাদের জীবনের সকল সত্যকে পূরণ করে, তাই সবখানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য আমাদের উদ্যোগ নিতে হবে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমহনপুর বিদ্যালয়ের নবনির্মিত পাঠাগার, বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব উদ্ধোধন কালে এ কথা বলেন। আজ সকালে বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল আলম ভোতার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সেলিনা হোসেনের স্বামী অবসরপ্রাপ্ত বৈমানিক ও মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। এই সময় তিনি বলেন শিক্ষা জীবনের আলোকিত সত্য, তারুন্য এ সত্যকে আরো বেশি আলোকিত করেন। তিনি বলেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রযুক্তিকে ব্যবহার করে উন্নতির শিখরে উঠবে, ভালো মানুষ হবে,প্রযুক্তির কোন অপব্যবহার তাদের দ্বারা হবে না এই প্রত্যাশা করি। তিনি বিদ্যালয়ের পাঠাগার, বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও ঘুরে দেখেন। এদিকে সকাল থেকেই মেঘাছন্ন আবহাওয়া উপেক্ষা করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠান স্থলে আসেন। প্রিয় লেখককে কাছে পেয়ে অনেকেই স্মৃতি ধরে রাখতে নিয়েছেন অটোগ্রাফ কেউবা তুলেছেন সেলফি। শেষ চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকগান গম্ভিরার মধ্য দিয়ে দুপুরে শেষ হয় অনুষ্ঠান।
অন্যদিকে, রেডিও মহানন্দা ঘুরে গেলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। আজ বিকেলে তাঁকে স্বাগত জানান, রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন,স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস সিনিয়র সহকারি স্টেশন ম্যানেজার মু: তাকিউর রহমান। পরে রেডিও মহানন্দার সম্প্রচারিত কাছে থেকো বন্ধু অনুষ্ঠানের অতিথি হিসেবে সাক্ষাৎকার দেন। এই সময় তিনি রেডিও মহানন্দার পরিদর্শন বইতে তার মন্তব্য লেখেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …