শনিবার ঃঃ ২২.০৭.২০১৭
গোমস্তাপুর নিমতলা কাঠাল কলাই দিয়াড় গ্রামে নিখোঁজ হওয়া বাকপ্রতিবন্ধী নারী আসিয়া ওরফে পাপুকে গতকাল রাত সাড়ে ১০ টায় মল্লিকপুরের ফতেপুর এলাকায় পাওয়া যায়। পাপুদের বাড়িতে কৃষি কাজ করে ডাকু প্রথমে পাপুকে দেখতে পেয়ে তার পরিবারের লোকজনদের খবর দেয় পরিবারের লোকজন এসে পাপুকে নিয়ে যায়। উল্লেখ্য, গতকাল ভোর ৪ টার দিকে বাড়ির পাশে মহানন্দা নদীতে কাপড় পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ হয়।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …