নিখোঁজের ৪০ দিন পর বাড়ি ফিরলো শিবগঞ্জের ২ মাদ্রাসা শিক্ষার্থী

মঙ্গলবার :: ১৩.০৩.২০১৮

নিখোঁজের ৪০ দিন পর বাড়ি ফিরলো শিবগঞ্জের ২ মাদ্রাসা শিক্ষার্থী। শিবগঞ্জ থানার এসআই গোলাম মোস্তফা জানান, গত ২ ফেব্রুয়ারী বিকেলে দৌলতপুর নূরানী হাফিজিয়া মাদ্রাসা যাবার কথা বলে কদর অমিত হাসান ও কদর আলী বাড়ি থেকে বের হয়। কিন্তু ক্লাশে তারা উপস্থিত না হওয়ায় মাদ্রাসা থেকে নিখোঁজ দুই ছাত্রের পিতাকে বিষয়টি অবহিত করলে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে সন্ধান না পেয়ে শিবগঞ্জ থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরী করেন। গতকাল সন্ধ্যায় রাজশাহী সোনাদিঘী মোড় এলাকায় শামীম হোটেল এন্ড রেস্টুরেন্টে গিয়ে তাদের দুই সন্তানকে নিয়ে বাড়িতে নিয়ে আসেন নিখোঁজ হওয়া ওই দুই শিশুর অভিভাবকেরা। নিখোঁজ হওয়া ওই দুই শিশু বাড়ি ফিরে আসার কথা নিশ্চিত করেছেন এসআই গোলাম মোস্তফা। অমিত হাসানের বাড়ি উপজেলার শ্যামপুর মিয়াপাড়া গ্রামে ও কদর আলীর বাড়ি পৌর এলাকার দৌলতপুর নামোটোলা গ্রামে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …