
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমরা নিউক্লিয়ার যুগে প্রবেশ করছি। আজ দুপুরে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হস্তান্তর অনুষ্ঠানে বিষয়টি জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। এই বিদ্যুৎকেন্দ্রকে ‘পরিবেশবান্ধব’ আখ্যায়িত করে তিনি বলেন, অচিরেই প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। আর এই বিদ্যুৎ হচ্ছে অত্যন্ত পরিবেশবান্ধব। প্রধানমন্ত্রী বলেন, যেকোনো প্রকার দুর্যোগে যাতে এই বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকটি মাথায় রেখে এর উন্নয়ন ও নির্মাণ কাজ পরিচালনা করা হচ্ছে।