মঙ্গলবার :: ৩০.০১.২০১৮
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি এর অধীনে ৪ হাজার ৬শ’ সিনিয়র নার্স নিয়োগের পুনঃপরীক্ষা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। আগামী ৯ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বর্তমানে কেন্দ্র নির্বাচনের কাজ করা হচ্ছে। আগামী দুই একদিনের মধ্যে সুনির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত করে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। উল্লেখ্য, ৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা বাতিল করে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি। প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই পরীক্ষা বাতিল হয়।