
নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মসজিদের ইমাম, আলেম- ওলামাদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে অক্ট্রয় মোড়ে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত পাঠ করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে মাওঃ মো.মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক কৃষিবিদ মাহমুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ বলেন, আমাদের সন্তানদের দেখেশোনে রাখতে হবে। বিশেষ করে মেয়েদের প্রতি যতœশীল হতে হবে এবং নির্দিষ্ট সময় হওয়ার পর তাদের সংসারের দায়িত্ব দিতে হবে। ইমামদের উদ্দেশ্যে তিনি বলেন খুতবার সময় যৌতুক নিয়ে আলোচনা করতে হবে। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ বলেন আপনারা পারবেন বাল্যবিয়ে যৌতুক এসব বিষয়ে সচেতন করতে। আপনারা বার্যবিয়েবন্ধ করতে না পারলে প্রশাসনের সহযোগিতা নিবেন। এসময় তিনি আরো বলেন সামনে দূর্গা পুজা এসময় যেন সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট না হয় সেদিকেও আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। বক্তব্য মেষে দোয়া ও মোনাজাত করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মুখতার আলী এবং উপস্থাপনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার এ বি এম জি কিবরিয়া।