বুধবার::১৫.০২.২০১৭
‘নারীর মেধা পুরুষের চাইতে বেশি। আর পুরুষের পেশি শক্তি নারীর চাইতে বেশি বলেই, এই পেশী শক্তি দিয়ে নারীর মেধা শক্তি ধ্বংস করার চেষ্টা করে। ’আজ দুপুরে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বিভাগের শ্রেষ্ঠ জয়ীতাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমন মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, শিশু বয়স থেকে শুরু করে দীর্ঘ পথ চলায় নারীদেরকে অতিক্রম করতে হয় অনেক বৈষম্যের মধ্য দিয়ে। তারপরও নানা প্রতিকূলতার পথ পার হয়ে যারা আজকে আলোর মুখ দেখেছেন বা সমাজকে আলোর মুখ দেখাচ্ছেন, তাদেরকে পুরস্কৃত করা যেমন গর্বের তেমনি তারাও অনেক সম্মানিত হচ্ছেন।