শনিবার::০১:০৭:২০১৭
নামোশংকরবাটী ডিগ্রি কলেজে ২০১৭-২০১৮ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ আব্দুল জলিলের সভাপতিত্বে নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মোসা. সাকেরা খাতুন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপাধাক্ষ মতিউর রহমান, স্টাফ কাউন্সিলের সম্পাদক মোসফেকুস সালেহীন কামাল, সহকারী অধ্যাপক গোলাম ফারুক মিথুন, অর্থনীতি বিভাগের প্রভাষক ফিরোজ কবিরসহ অন্যান্যরা। নবীণ বরণ শেষে কলেজের ছাত্র-ছাত্রীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।