শনিবার ঃঃ ০৬.০৫.২০১৭
নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রায় ২২ লক্ষ টাকা ব্যয়ে তৃতীয় তলার কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডা. দুরুল হোদার সভাপতিত্বে, এ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বও অব কর্মাস অ্যা- ইন্ডাষ্টির সভাপতি আলহাজ্ব এরফান আলী। এসময় উপস্থিত ছিলেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর, সাবেক প্রধান শিক্ষক হাসানুল মবিন, বিশিষ্ট সমাজ সেবক আলতাফ হোসন, সহকারী প্রধান শিক্ষক মার্শালসহ অন্যান্যরা।