নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলার কাজের উদ্বোধন।

শনিবার ঃঃ ০৬.০৫.২০১৭

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রায় ২২ লক্ষ টাকা ব্যয়ে তৃতীয় তলার কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডা. দুরুল হোদার সভাপতিত্বে, এ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বও অব কর্মাস অ্যা- ইন্ডাষ্টির সভাপতি আলহাজ্ব এরফান আলী। এসময় উপস্থিত ছিলেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর, সাবেক প্রধান শিক্ষক হাসানুল মবিন, বিশিষ্ট সমাজ সেবক আলতাফ হোসন, সহকারী প্রধান শিক্ষক মার্শালসহ অন্যান্যরা।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …