নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি। এ উপলক্ষে বিদ্যালয়টির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।
আব্দুল ওদুদ এমপি বলেন- জয় বাংলা স্লোগান ছিল মহান মুক্তিযুদ্ধের স্লোগান। এই স্লোগান দিয়ে ৩০ লাখ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এই স্লোগানটি জাতীয় স্লোগান। এই স্লোগান সবার জন্য। তিনি বলেন দেশ স্বাধীন হবার পর মাত্র সাড়ে ৩ বছরের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, কাকরাইলে দেশী-বিদেশী ধর্মপ্রাণ মানুষের জন্য মসজিদ করেছেন, ইজতেমার ব্যবস্থা করেছেন। তাঁরই কন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৬৪ জেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। অথছ, বিএনপি-জামায়াত বলে আওয়ামী লীগ ইসলাম বিরোধী। বঙ্গবন্ধু সেনাবাহিনী, বিডিআর পুলিশ বাহিনী তৈরি করেছেন। প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষাকে সাধারণ শিক্ষার সাথে তাল মিলিয়ে চলার জন্য ব্যবস্থা করেছেন।
পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেলসহ বিভিন্ন ধরনের ভাতার কথা উল্লেখ করে ওদুদ বলেন আমার আমলে এই উপজেলায় যত উন্নয়ন করেছিলাম গত চার বছরে তার কিছুই হয়নি। ২০১৮ সালের নির্বাচনে আমাকে ভোট না দিয়ে বিএনপিকে ভোট দেয়া হয়েছে। তাতে কি কোনো লাভ হয়েছে, কোনো উন্নয়ন হয়েছে? হয়নি। তাই আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে ভোট দিতে হবে।
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা পরিবারের সদস্যদের কাছে বর্ণনা করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান আব্দুল ওদুদ এমপি।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. দুররুল হোদার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আসলাম কবীর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top