নানান কর্মসূচির মধ্যদিয়ে জেলায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

সোমবার :: ২৬.০৩.২০১৮
জেলায় নানান কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজ প্রত্যুষে পুরাতন স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ স্মৃতি নাম ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা, জেলা পরিষদ চেয়ারম্যান মইনুদ্দীন মন্ডলসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। অপর দিকে সকাল সাড়ে ৭টায় সংসদ সদস্য আব্দুল ওদুদের নেতৃত্বে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসক মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং মুক্তিযোদ্ধা, পুলিশ, বি-এন-সিসি, আনসার, গার্ল গাইডস, স্কাউটস, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, শিশু-কিশোর, যুব সংগঠনসহ বিভিন্ন সংগঠনের অভিবাদন গ্রহণ করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন।
পরে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজেনে আজ সকালে শাহনেয়ামতুল্লাহ কলেজে সুলতানুল ইসলাম মনি উকল মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এরশাদ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদুল হাসান বলেন, মুক্তিযুদ্ধের পর আমরা দেশের উন্নয়নে কাজ করছি। যার ফল হিসেবে আমাদের বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে যাচ্ছে। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন্নাহার, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা রাজিয়া, জেলা নাটাবের সভাপতি মনিম উদ দৌলা চৌধুরীসহ অন্যান্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে, দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়- গানটির গীতিআলেখ্য পরিবেশন করে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …