বৃহস্পতিবার :: ০৮.০৩.১৮
নাটোর দৃষ্টিপ্রতিবন্ধী দলকে ৯উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে চঁপাইনবাবগঞ্জ দৃষ্টিপ্রতিবন্ধী দল। আজ সকালে ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি ফিল্ডে টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় নাটোর দৃষ্টিপ্রতিবন্ধী দল। ১৬ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৬২ রান করতে সক্ষম হয় তারা। ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ওভার ৩ বলে মাত্র ১উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায় চঁপাইনবাবগঞ্জ দৃষ্টিপ্রতিবন্ধী দল। দলের পক্ষে ৩ উইকেট ও ১০৫রান করে সেরা খেলোয়ার নির্বাচিত হয় চঁপাইনবাবগঞ্জ দৃষ্টিপ্রতিবন্ধী দলের রনি।