নাটোর দৃষ্টিপ্রতিবন্ধী দলকে ৯উইকেটের বিশাল ব্যাবধানে হারালো চঁপাইনবাবগঞ্জ দৃষ্টিপ্রতিবন্ধী দল

বৃহস্পতিবার :: ০৮.০৩.১৮

নাটোর দৃষ্টিপ্রতিবন্ধী দলকে ৯উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে চঁপাইনবাবগঞ্জ দৃষ্টিপ্রতিবন্ধী দল। আজ সকালে ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি ফিল্ডে টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় নাটোর দৃষ্টিপ্রতিবন্ধী দল। ১৬ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৬২ রান করতে সক্ষম হয় তারা। ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ওভার ৩ বলে মাত্র ১উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায় চঁপাইনবাবগঞ্জ দৃষ্টিপ্রতিবন্ধী দল। দলের পক্ষে ৩ উইকেট ও ১০৫রান করে সেরা খেলোয়ার নির্বাচিত হয় চঁপাইনবাবগঞ্জ দৃষ্টিপ্রতিবন্ধী দলের রনি।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …