শুক্রবার :: ০৬.০৪.২০১৮
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নাটক ইতিহাসকে তুলে ধরে, নাটক হলো প্রতিবাদের ভাষা। নাটক সমাজের দর্পণ- নাটকের উৎসবকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে তিনি সংস্কৃতিকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা-২০১৮ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।