নাটকের উৎসবকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে স্পিকারের আহ্বান

শুক্রবার :: ০৬.০৪.২০১৮

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নাটক ইতিহাসকে তুলে ধরে, নাটক হলো প্রতিবাদের ভাষা। নাটক সমাজের দর্পণ- নাটকের উৎসবকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে তিনি সংস্কৃতিকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা-২০১৮ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …