মঙ্গলবার :: ০৩.০৪.২০১৮
উপজেলা ভূমি অফিসগুলোতে চলছে পহেলা এপ্রিল হতে ৭এপ্রিল পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ। ভূমি সেবা সপ্তাহে সাধারন জনগন কে ভূমি সেবা দেওয়ার কথা। কিন্তু নাচোল উপজেলা ভূমি অফিসে সেবা নিতে এসে সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগে এক ব্যক্তিকে দেয়া হয়েছে ১ মাসের কারাদণ্ড। দ-প্রাপ্ত ব্যক্তি হলেন- উপজেলার হামিদপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আকবর হোসেন।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, আকবর হোসেন আজ সকালে উপজেলা ভূমি অফিসে পুকুরের টেন্ডার সিডিউল ক্রয় করার জন্য আসেন। এ সময় অফিসের কম্পিউটার অপারেটর মোসারফের কাছে একটি জাতীয় দৈনিক পত্রিকার খোঁজ নেন। মোসারফ পত্রিকাটি অফিসে খোঁজাখুজি করেন। এমন সময় অফিসের সার্টিফিকেট সহকারী ময়না খাতুন কম্পিউটার অপারেটর মোসারফ কে পত্রিকা খোঁজা বাদ দিয়ে অফিসের কাজ করার কথা বললে তাদের এক পর্যায়ে ভূমি অফিসের পিয়ন আলামিন সেবা নিতে আসা আকবর কে মারধর শুরু করে। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক পুলিশসহ ভুমি অফিসে আসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয় পক্ষের কথা শুনে আকবার কে সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ মাসের জেল অনাদায়ে ১০ হাজার টাকা বিনাশ্রম কারাদ- প্রদান করেন। এ বিষয়ে ভুক্তভোগী আকবর জানান,আমি নির্দোশ।আমি ভূমি সেবা সপ্তাহ নিতে ভুমি অফিসে যাই। ভুমি অফিসের পিয়ন আমাকে বেদড়ক মারধর করে। পরে আমি ১০ হাজার টাকা ভ্রাম্যমান আদালতে প্রদান করে মুক্তি পাই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক জানান,সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগে আকবর কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১মাসের জেল অনাদায়ে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।