বুধবার :: ১৫.০১.২০২০।
নাচোল পৌরসভার বাস্তবায়নে ৭৫০মিটার আরসিসি পাকা রাস্তার উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে ৭নং ওর্য়াডের বেগম মহসিন ফাজিল মাদরাসা থেকে মাদরাসা দক্ষিণ পাড়া নুরুল ইসলামের বাড়ি পর্যন্ত ৫৭ লক্ষ টাকা ব্যয়ে প্রস্থ ২.৮মিটার এবং দৈর্ঘ্য ৭৫০মিটার আরসিসি পাকারাস্তার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। রাস্তা উদ্বোধনী শেষে পৌর মেয়র আব্দুর রশিদ খানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য দেন, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাহকারি প্রধান শিক্ষক মোজাম্মেল হক। এছাড়া উপস্থিত ছিলেন, নাচোল থানার অফিসার ইনর্চাজ সেলিম রেজা, ওসি তদন্ত মাহবুবুর রহমান, পৌরসভার সহকারি প্রকৌশলী আব্দুল মালেক, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আজাহার আলী, সাবেক ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, সাবেক কাউন্সিলর মুশা মিয়া, নাচোল বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম এনামুল হক।