শুক্রবার :: ০৮.০৯.২০১৭
নাচোল-নিয়ামতপুর সড়কে গত কাল সন্ধ্যায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শ্রীমতি বাসনা রানী নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু নাচোল সাহাপুর গ্রামের দুখু কর্মকারের মেয়ে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহতাব উদ্দিন ও স্থানীয় সুত্র জানা যায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে নাচোল-নিয়ামতপুর সড়কের ভেরেন্ডী বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় নাচোল-আড্ডাগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় কিন্তু ঘটনাস্থল নওগাঁর নিয়ামতপুর থানা এলাকা হওয়ায় নিয়ামতপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।