সোমবার:: ১৫:০৫:২০১৭
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়েছে জেলা মাদকদ্রব্য কার্যালয়। আজ জেলা মাদকদ্রব্য কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেনের নেতৃত্বে মোমিনপাড়া, বান্দারা প্রভৃতি স্থানে পরিচালিত অভিযানে মোমিনপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে বাবুকে ১৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় বান্দারা গ্রামের ফাকু বিশ্বাসের ছেলে নুরুল অভিযানের কথা জানতে পেরে পালিয়ে যায়। এ ব্যাপারে নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অভিযানে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন, এএসআই আফজাল হোসেন, মোস্তাফিজার রহমান ও হাবিবা খাতুন।